দুবাইয়ের অজানা তথ্য। unknown facts about dubai

দুবাইয়ের অজানা তথ্য। Interesting facts you never knew about Dubai

unknown facts about dubai, Interesting facts you never knew about Dubai, 10 interesting facts about Dubai, Dubai culture Facts, দুবাইয়ের অজানা তথ্য

হ্যালো বন্ধুরা দুবাই এমন একটি দেশ যা ভোগ বিলাসিতা এবং উন্নতির দিক থেকে অন্য সব দেশকে পিছনে ফেলে দিয়েছে। আজ যখন আমরা দুবাইয়ের দিকে তাকাই তখন আমাদের মনে হয়। যে পৃথিবীর সব আরাম আয়েশ ভোগ বিলাসিতা প্যারিস,লন্ডন,আমেরিকা ছেড়ে এখানে শিফট হয়ে গিয়েছে। দুবাইকে কোটিপতিদের শহরও বলা হয়ে থাকে। এখানে প্রায় ২০হাজারের চেয়েও বেশি কোটিপতি রয়েছে। আকাশে খেলার মাঠ থেকে শুরু করে ক্যাসিনো পর্যন্ত সবই এখানে মজুদ রয়েছে। কিন্তু এই সব কিছুর জন্য আপনার পকেটে টাকা থাকা জরুরি। ojana365 এর আজকের পোস্টে আমরা দুবাই সম্পর্কে এমন কিছু অদ্ভুত তথ্য জানতে চলেছি যা আপনি আগে কখনোই জানতেন না।

(Read More.বাংলাদেশের অজানা কিছু তথ্য। Some unknown information of Bangladesh)
unknown facts about dubai, Interesting facts you never knew about Dubai, 10 interesting facts about Dubai, Dubai culture Facts, দুবাইয়ের অজানা তথ্য

তো স্বাগতম আপনাকে ojana365 এর আরো একটি নতুন পোস্টে। দুবাই এডভেঞ্চুর প্রেমি এবং ভোগ বিলাসি প্রেমিদের কাছে সর্ব প্রথম স্থানে রয়েছে। যেখানে সব থেকে মজাদার এডভেঞ্চুর হলো উড়োজাহাজ থেকে লাফ দেওয়া। কিন্তু তার জন্য আপনাকে উড়োজাহাজ ভাড়া করতে হবে, পুরো ইউরোপ এবং আমেরিকা থেকে মানুষজন পাম আইল্যান্ডের উপর লাফিয়ে পড়ার জন্য ছুটে চলে আসে। যার জন্য নির্ধারিত কোম্পানি গুলো আপনাকে বিমান এবং প্যারাসুট প্রদান করবে। এবং এই পুরা এডভেঞ্চুরের ভিডিও কোম্পানি নিজেই সুট করে। যার জন্য সবার মাথার হেলমেটের উপর ছোট ছোট ক্যামেরা লাগানো থাকে। এবং এই ভিডিও সুট করার পর তা কাস্টমারদের প্রদান করা হয়ে থাকে।

unknown facts about dubai, Interesting facts you never knew about Dubai, 10 interesting facts about Dubai, Dubai culture Facts, দুবাইয়ের অজানা তথ্য

আপনি যদি বাড়ায় টেক্সি নিতে চান তবে সেটাও আপনি পারবেন। তবে আপনি যদি যথেষ্ট টাকা পয়সা খরচ করেন। তবে আপনি ভাড়া হেলিকপ্টার, ল্যাম্বরগিনি, রোলস রয়েস পর্যন্ত নিতে পারবেন। অথবা আপনি নিজেয় যদি গাড়ি চালানোর জন্য বাড়া নিতে চান তাও আপনি ফেরারী, ল্যাম্বরগিনি এর মতো গাড়ি নিতে পারবেন। এসব গাড়ির গতি অনেক বেশি হয়ে থাকে। এবং সে কারনেই দুবাইতে পুলিশ ডিপার্ট্মেন্টের কাছেও এ ধরনের লাক্সারি গাড়ি থাকে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url