smartphone photography gadgets 2022

আসসালামু-অলাইকুম my dear photography lover বন্ধুরা Ojana365 এর আজকের পোস্টে আপনারা জানবেন কিছু photography gadget সম্পর্কে যে গুলোকে ব্যাবহার করে আপনার মোবাইল ফটো এবং dslr ফটোকে আরো আকর্ষণীয় ছবি করে তুলতে পারবেন আর সব থেকে মজার বিষয় হলো এসব এর মধ্যে প্রায় সবগুলো গ্যাজেটকেই আপনি বাংলাদেশ থেকে কিনে নিতে পারবেন তো এসব গ্যাজেট এর প্রাইজ ও বিস্তারিত জানতে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

smartphone photography gadgets 2022



১.Baseus 3 AxisGimbal - smartphone photography gadgets

Baseus 3 AxisGimbal - smartphone photography gadgets


Baseus এর এই Gimbal এ আপনি বেশ কয়েকটি ফিচার পাবেন যেমন:

  • Theree-axis stabilization
  • concise controls
  • 320 degree Panoramic
  • Face Tracking
  • Automatic Motion Tracking
  • Light Weight Design
  • Flim Movies With Your Phone
  • Joystick Control PTZ Direction
  • Anti-shake For A More Beautiful Shot
  • Slide The Buttom To Zoom In On Close-Ups

Soo বন্ধুরা আপ্নারাও যদি পারসোনাল ফটোগ্রাফি ভিডিও গ্রাফি বা ব্লগিং করার জন্য একটি best Gimbal খুজেন তাহলে আমি বলবো এটিকে একবার Try করে দেখতে পারেন। এবং এর প্রাইজ দারাজ এ ৬,২০০ টাকা মাএ


২.লেন্স বল - camera lens price for mobile

লেন্স বল - camera lens price for mobile


আপনারা হয়তো অনেক রকমের ফটো দেখেছেন যেগুলো এক বলের মধ্যে থাকে এবং সেগুলোকে দেখে এমন মনে হয় যে কোনো রকম ফিল্টার ছাড়াই এসব ফটোকে ক্যাপচার করা হয়েছে তো ঠিক তেমনি আপনিও যদি ফটো ক্যাপচার করতে চান তাহলে ব্যাবহার করতে পারেন এই রকম camera lens বলকে এটি দেখতে একদম কাচের বলের মতোই but এটি আপনার ক্যামেরার জন্য লেন্স এর মতো কাজ করবে যেখানে আপনি অনেক গুলো Details এক সাথে দেখতে পারবেন এটির মাধ্যমে আপনি বেশ creative ছবি তুলতে পারবেন বলটিকে ব্যাবহার করার জন্য Just আপনার হাতের মধ্যে বা অন্য কোনো স্থানে রেখে ব্যবহার করতে পারবেন এবং দারাজ এ এর প্রাইজ মাএ ২৯৭ টাকা

৩.Selfie Ring Lights For Mobile Phone - flash light for mobile photography

Selfie Ring Lights For Mobile Phone - flash light for mobile photography


এবার আপনাদের জানাবো একটি SmartPhone Ring Light সম্পর্কে আপনার হয়তো আগে থেকেই এই সকল Ring Light সম্পর্কে জানেন কিন্তু সেগুলোতে শুধু সাদা আলো দেয় যা মোবাইল এর ফ্ল্যাশলাইটের মতো কাজ করে কিন্তু আজকে আমি আপনাদের যে Ring Light সম্পর্কে বলবো তাতে আপনারা পেয়ে যাবেন RGB color যে গুলোকে ব্যাবহার করে আপনি বিভিন্ন Coloring Photo তুলতে পারবেন এটিতে চার্জ দেওয়ার জন্য একটি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে যার মাধ্যমে চার্জ করে মোটামোটি এক ঘণ্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এছাড়া এটা নিয়ে তেমন কিছু বলার নাই তবে আপনি যদি রাতের সময় ব্রাইট ও লাইটিং Effect এর সাথে ছবি ক্যাপচার করতে চান তাহলে এটিকে কিনে নিতে পারেন কিন্তু এটি বাংলাদেশে Not Available তবে Aliexpress থেকে ২৯৪টাকা দিয়ে কিনে নিতে পারেন


৪.Selfie Stick-photography stand for mobile

Selfie Stick-photography stand for mobile


তো এবার পরিচিত হন একটি Selfie Stick এর সাথে এটি এমন একটি Selfie Stick যার মধ্যে অনেক গুলো ফিচার ব্যবহার করা হয়েছে যেমন এটিকে আপনি Desktop Mode এ Stan করতে পারবেন ৩৬০ ডিগ্রি rotation করতে পারবেন এছাড়াও ফোল্ড করে খুব সহজেই বহন এবং Multi Function Interface সহ আরো কিছু ফিচার পেয়ে যাবেন এই Stick এ যা selfie,vloging বা যেকোনো ভিডিও রেকড পারপাসে বেশ হেল্প করবে এছাড়াও সব ধরনের মোবাইল, ক্যামেরা বা রিং লাইট ব্যাবহার করে লাইভ ভিডিও বা টিকটকের মতো short ভিডিও তৈরি করতে পারবেন। Soo Friend আপনিও যদি কমদামের মধ্যে gadget selfie stick নিতে চান তাহলে এটিকে try করে দেখতে পারেন এবং এটির প্রাইজ দারাজ ৬৫৯ টাকা মাএ

৫.45x 60s Mobile Telescope - telescope camera lens for mobile phone

45x 60s Mobile Telescope - telescope camera lens for mobile phone


guys আমাদের next গ্যাজেটটি হচ্ছে একটি মোবাইল Telescope basically আমরা অনেকেই telescope এর সাথে পরিচিত যাকে ব্যাবহার করে দূরের যে কোনো জিনিস কে দেখা সম্ভব তবে এসব মোবাইল Telescope এর মাধ্যমে আপনি দূরের জিনিসকে দেখার সাথে সাথে ফটোও তুলতে পারবেন এটাতে 45x 60s যুমলেন্স যুক্ত করা হয়েছে এতে করে এটি দিয়ে প্রায় ২০০ মিটার এর যে কোনো কিছুকে ক্লিয়ার দেখতে পারবেন এছাড়াও এটি এরগোনমিকস ডিজাইন হওয়ার সাথে সাথে water resistance এতে করে আপনি চাইলে যেকোনো পরিবেশে ব্যাবহার করতে পারবেন soo friend আপনিও যদি দূরের যে কোনো কিছু দেখতে বা ছবি তুলতে চান তা হলে এরকম টেলিস্কোপ কিনে নিতে পারেন কিন্তু এটির প্রাইজ একটু বেশি দারাজে এর দাম ৬,৫০২ টাকা মাএ



৬.গরিলাপড মোবাইল রিং - portable photography light equipment

গরিলাপড মোবাইল রিং - portable photography light equipment


Guys basically গরিলাপড এর ব্যাবহার অনেকেই করে vloging এর জন্য কারণ এটি অনেক লাইট ওয়েট এবং Smartphone এর জন্য সেফ তো আপনিও যদি vloging করেন তাহলে আমি বলবো এটিকে একবার try করে দেখতে পারেন কিন্তু আপনি এখন বলতে পারেন যে এটি আর সাধারন গরিলাপডের মধ্যে পার্থক্য কী? এটি আর সাধারন গরিলাপড এর মধ্যে শুধু এটুকই পার্থক্য যে এটিতে দুইটা এক্সট্রা আর্মস যুক্ত করা হয়েছে যাতে সেখানে Led Light add করে রাতের সময় ভালো ভাবে ভিডিও এবং ফটো ক্যাপচার করা যায় তো চাইলে এটা try করে দেখতে পারেন দারাজে এর দাম মাএ ৩০০টাকা মাএ

৭.এসকিউ ১১মিনি ক্যামেরা -  selfie gadgets

এসকিউ ১১মিনি ক্যামেরা -  selfie gadgets


guys আপনারা হয়তো youtube, facebook বা অন্য কোনো social media তে এইরকম মিনি ক্যামেরাকে দেখেছেন কিন্তু আজকে আমি আপনাদের জানাবো এটির ফিচার কামেরার প্রাইজ এবং এটিকে কোথায় পাবেন যেমন এটিতে আপনি ৩২জিবি মেমোরি কার্ড লাগাতে পারবেন এবং এই ক্যামেরাকে কোথাও লাগানোর জন্য এর সাথে একটি কিল্পও পেয়ে যাবেন basically এটিকে Hidden Camera বা গোপন ক্যামেরা হিসাবে ব্যাবহার করতে পারবেন ইত্যাদি এবং এর দাম মাএ ৫৫০টাকা Soo friends আজকের পোস্টটি এই পর্যন্তই আশাকরি আপনাদের যথেষ্ট পরিমানে পোস্টটি ইন্টারেস্টিং লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা কি সম্পর্কে জানতে চান কমেন্ট করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url