আমেরিকার অজানা তথ্য। unknown information of usa

আমেরিকার অজানা তথ্য। facts which are unknown

হ্যালো বন্ধুরা আজ আমরা usa বা United States Of America সম্পর্কে কথা বলতে যাচ্ছি। আমেরিকা ৯৮.৩ লক্ষ বর্গকিলোমিটার ঝুরে বিস্তিরিত পৃথিবীর মধ্যে এটি তৃতীয় সর্বোচ্চ ধনি দেশ এবং জনসংখ্যা ৩২কোটি ৫০ লাক্ষের মতো। তো অজানা ৩৬৫ ব্লগের আজকের পোস্টে আমরা আমেরিকা সম্পর্কে এমন বেশ কিছু facts সম্পর্কে আলোচনা করতে চলেছি যা আপনি আগে আর অন্য কোথাও শুনেননি।

আমেরিকার অজানা তথ্য। unknown information of usa


তো স্বাগতম আপনাকে অজানা ৩৬৫ এর আজকের পোস্টে। আমেরিকার সেনাবাহিনী বর্তমানে পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী সেনাবাহিনী আর আমেরিকা পরমানু শক্তির দিক থেকে পৃথিবীর মধ্যে ২য় স্থানে রয়েছে। আমেরিকার কাছে এত পরমানু বোমা রয়েছে যে তা দিয়ে পৃথিবীকে পুরোপুরি ভাবে চারবার ধংষ করা যাবে।আমেরিকা পৃথিবীকে উন্নত করার জন্য অনেকটা ভূমিকা পালন করেছে বিশেষ করে টেকনোলজির দিক থেকে।

(Related Post - দুবাইয়ের অজানা তথ্য। unknown facts about dubai)

আমেরিকার কিছু কিছু আবিষ্কার  আমাদের লাইফ স্টাইল এই পরিবর্তন করে দিয়েছে এই পোস্টের মধ্যে যদিও সেগুলোর সব গুলো বলা সম্ভব নয় তবে তার মধ্যে থেকে বিশেষ কিছু আবিষ্কার হলো:

  1. ইন্টারনেট
  2. ক্যান্সারের রোগিদের জন্য আবিষ্কৃত কেমোথেরাপি
  3. মাইক্রোওয়েভ ওভেন
  4. এরোপ্লেন

(Related Post - বাংলাদেশের অজানা কিছু তথ্য। Some unknown information of Bangladesh)

আর পৃথিবীর সর্বপ্রথম মোবাইল আবিষ্কার ইঞ্জিনিয়ার মার্টিন কুপার ও আমেরিকার এই নাগরিক ছিলেন অবশ্য তিনি যখন মোবাইল আবিষ্কার করেছিলেন তখন মোবাইলটির ওজন ১কেজিরও বেশি ছিল। পৃথিবীর সব থেকে বড়ো অফিস আমেরিকাতেই অবস্থিত। এমনকি বড়ো বড়ো প্রতিষ্ঠান গুলোর হেড অফিস যেমন:

  1. Google
  2. YouTube
  3. Facebook
  4. Apple
  5. Microsoft

এর হেড অফিস গুলো আমেরিকাতেই অবস্থিত।

আমেরিকাতে প্রতি বছর ৮০০শত কোটি মুরগি খেয়ে ফেলা হয়। আর এখানে সব থেকে বেশি যে খাবারটি খাওয়া হয় সেটি হলো বার্গার। এক বছরে যে পরিমাণ বার্গার খাওয়া হয় তা লাইন দিয়ে রাখলে পূরো পৃথিবীকে ৩২বার পেচানো যাবে। পৃথিবীর মধ্যে সেরা ১০জন ধনি ব্যাক্তির মধ্যে ৭জনই আমেরিকার এবং পৃথিবীর সবথেকে ধনি ব্যাক্তি বিল গেটস ও আমেরিকার নাগরিক। আমেরিকাতে প্রতি বছর ৬৪হাজার মানুষের মৃত্যু শুধুমাত্র ধুমপানের জন্যই ঘটে। এছাড়াও আমেরিকাতে ১৮বছরের কম বয়েসি ছেলে মেয়ে রাও ছিগারেট খেতে পারবে তবে সেটা নিজে ক্রয় করতে পারবে না।


আমেরিকাতে নাগরিকত্ব পাওয়ার জন্য আপনাকে ৫বছর আমেরিকাতে বসবাস করতে হবে। আর যদি কোনো আমেরিকান এর সাথে বিবাহ বন্ধনে আবধ্য হয়ে পরেন সেক্ষেত্রে ৩বছর পরেই নাগরিকত্ব  এর জন্য আ্যপ্লাই করতে পারেন। পুরো আমেরিকাতে ৩৫% বিজনেস অওনের হলেন সেখাম কার নাড়িরা।

আমেরিকার অজানা তথ্য। facts which are unknown


পৃথিবীতে সব থেকে বেশি গাড়ি আমেরিকাতেই ব্যাবহার করা হয়ে থাকে। যদি সংখ্যার দিক থেকে দ্যাখা হয় তবে প্রতি ১০জন ব্যাক্তির মধ্যে ৯ জনের কাছেই নিজের প্রাইভেট গাড়ি থাকে। ইসরাইলের পরে পৃথিবীতে সবথেকে বেশি ইহুদী ধর্মাবলী মানুষ আমেরিকাতেই দেখা যায়। আর এর সংখ্যা ইসরাইলের পুরো population এর কাছাকাছি। আমেরিকার নিরাপত্তা এজেন্সি FBI এর কাছে আমেরিকার প্রায় ৩০% মানুষের চুলের ছ্যাম্পুল, ব্লাড ছ্যাম্পুল ও ফিংয়ারপ্রিন্ট রয়েছে। আমেরিকার ইতিহাসে বারাক ওবামাই একমাএ black scale president

Next Post
1 Comments
  • Anonymous
    Anonymous March 24, 2022 at 7:41 PM

    🥰🥰🥰

Add Comment
comment url