google adsense কি। গুগল এডসেন্স থেকে টাকা আয় বিস্তারিত পড়ুন

google adsense কি এবং গুগল এডসেন্স পাওয়ার উপায় ইত্যাদি সম্পর্কে যদি আপনি জানতে চেয়ে থাকেন তাহলে আপনি ঠিক যায়গায় এসেছেন। হ্যা আজকে আমি google adsense কি, গুগল এডসেন্স থেকে টাকা আয় কিভাবে করবো ইত্যাদি এই রকমের আরও কিছু প্রশ্নের উত্তর দিবো এই পোস্টের মধ্যে। আমার জানা মতে গুগল এডসেন্স থেকে অনেকেই ইউটিউব এবং ওয়েবসাইটের মাধ্যমে ভালই টাকা উপার্জন করে যাচ্ছেন। আমেরিকান বা যুক্তরাষ্ট্রের ইউটিউবার বা ব্লগারদের কথা না হয় বাদই দিলাম, আমাদের বাংলাদেশের অথবা এই উপমহাদেশের এমন অনেক বড় বড় ব্লগার বা ইউটিউবার আছেন, যাদের মাসিক ইনকাম ১৪-১৫ হাজার থেকে শুরু করে ৩-৪ লক্ষ টাকা বা তার থেকেও বেশি।

google adsense কি। গুগল এডসেন্স থেকে টাকা আয় বিস্তারিত পড়ুন

আমার কাছে মনে হয়, আমাদের বাংলাদেশের যে কেউ বেকার থাকার চেয়ে বরং মাসে ১০-১২ হাজার টাকা ঘরে বসে উপার্জন করতে পারলেও সে হেসে খেলে তার জীবন সুন্দর ভাবে চালিয়ে নিতে পারবে। কিন্তু, শুধুযে ব্লগ অথবা ইউটিউব চ্যানেল খুললেই হবে তা কিন্তু না, গুগল এডসেন্স থেকে টাকা উপার্জন করার জন্য গুগল এডসেন্সের কিছু নিয়ম আছে। সকল নিয়ম মেনে কাজ করতে হবে তাহলেই কেবল গুগল এডসেন্স থেকে টাকা উপার্জন করা যাবে। আসুন তাহলে কিছু গুগল এডসেন্সের জরুরী বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক।

google adsense কি

গুগল এডসেন্স হলো গুগলের এমন একটি সার্ভিস যার মাধ্যমে এডভেটাইজার রা তাদের এড গুগল এডসেন্সের মাধ্যমে দেখিয়ে থাকেন নির্দিস্ট কিছু টাকার মাধ্যমে। যদি সহজ ভাবে বলতে যাই তাহলে আপনি হইতো বিভিন্ন ওয়েবসাইটে বা ইউটিউব এ অনেক এড দেখেছেন অই এড গুলোই হলো গুগল এডসেন্সের এড, অই সকল এড এ যত ক্লিক পরবে ততই অই সকল ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের মালিকদের ইনকাম বেশি হবে। এক কথায় বলতে গেলে গুগল এডসেন্স একটি জনপ্রিয় এডনেটওয়ার্ক।

adsense এর কাজ কি?

adsense এর কাজ হচ্ছে বিভিন্ন এডভেটাইজার দের কাছ থেকে এড নিয়ে বিভিন্ন ওয়েবসাইট বা ইউটিউব ভিডিও এর মধ্যে এড দেখানো, এবং এই এড গুলো দেখানোর মাধ্যমে ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলের মালিককে টাকা দেওয়া হয় যা গুগল এডসেন্স আগেই এডভেটাইজার দের কাছ থেকে নিয়ে থাকে।


গুগল এডসেন্স পাওয়ার উপায়

গুগল এডসেন্স পাওয়ার জন্য অবশ্যই ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থাকা প্রয়োজন। এবং ওই ওয়েব সাইটে অথবা ইউটিউব চ্যানেলে গুগল এডসেন্সের সকল নিয়ম মেনে কাজ করতে হবে। গুগল এডসেন্সের নিয়ম গুলির মধ্যে কিছু কমন নিয়ম ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলের জন্য নিচে আলাদা ভাবে দেওয়া হলো।


১.ওয়েবসাইট বা ব্লগারে গুগল এডসেন্স পাওয়ার উপায়ঃ

ওয়েবসাইটে বা ব্লগে গুগল এডসেন্স পাওয়ার জন্য ২৫ থেকে ৩০টি ইউনিক পোস্ট থাকা লাগবে, এবং গুগল সার্চ কন্সলে ১৫ বা ১৬টি পেজ অথবা পোস্ট ইন্ডেক্স থাকা লাগবে। আর সবগুলো পোস্ট সর্বনিম্ন ১৫০ ওয়ার্ডের হতে হবে। ইমেজ ব্যবহার করলে অবশ্যই কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করতে হবে ইত্যাদি।


২.ইউটিউব চ্যানেলে গুগল এডসেন্স পাওয়ার উপায়ঃ

ইউটিউব চ্যানেলে গুগল এডসেন্স পাওয়ার জন্য ওয়েবসাইটের মতই ইউনিক কন্টেন্ট হতে হবে, ১হাজার সাবস্ক্রাইব থাকতে হবে ও ৪হাজার মিনিট ভিডিও watch টাইম থাকা লাগবে ইত্যাদি।


গুগল এডসেন্স থেকে টাকা আয়

গুগল এডসেন্স যদি আপনার ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেলে পেয়ে থাকেন তাহলে সবকিছু ঠিক থাকলে আপনার ওয়েবসাইটে অথবা ইউটিউব চ্যানেলের ভিডিও তে এড দেখাবে ওই এড গুলো যতবার দেখাবে বা ওই এড গুলোতে যতই ক্লিক পরবে ততই গুগল আপনাকে ক্লিক অনুযায়ী টাকা দিবে। তাই বলে আপনি আবার আপনার নিজের ওয়েব সাইটে অথবা ইউটিউব চ্যানেলের এড এ নিজে ক্লিক করবেন না। এতে করে আপনার গুগল এডসেন্স suspend ও হয়ে যেতে পারে।


এডসেন্স থেকে টাকা তোলার পদ্ধতি

যখন আপনারা গুগল এডসেন্স একাউন্টে ১০০$ হয়ে যাবে তখন গুগল এডসেন্স আপনাকে আপনার ব্যাংক একাউন্টের সকল তথ্য দিতে বলবে। আপনি আপনার ব্যাংক একাউন্টের সকল তথ্য সঠিক ভাবে পুরন করে থাকলে গুগল এডসেন্স নির্দিষ্ট সময়ে অটোমেটিক আপনারা ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়ে দিবে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url