Instant Approval Ad Network For Small Publishers In 2022

ইন্সট্যান্ট অ্যাপ্রোভাল ad network ব্লগার এবং ওয়ার্ডপ্রেসের জন্য। এই পোস্ট আমি আপনার সাথে সর্বোত্তম তাত্ক্ষণিক অ্যাপ্রোভাল দেয় এরকম বিজ্ঞাপন নেটওয়ার্ক শেয়ার করবো। আমি জানি যে প্রতিটি ব্লগার দ্রুত অ্যাপ্রোভাল চান কিছু বিজ্ঞাপন নেটওয়ার্ক অ্যাপ্রোভালের জন্য খুব দীর্ঘ সময় নেয়। কিছু লোক মনে করে যে তাত্ক্ষণিক অ্যাপ্রোভাল বিজ্ঞাপন নেটওয়ার্কগুলি কম সিপিএম এবং সিপিসি দেয় ও খুব কম আয় দেয় তবে আমি এর সাথে পুরোপুরি একমত নই। তাত্ক্ষণিক অনুমোদনের তালিকায় এই সময়ে যেই জনপ্রিয় বিজ্ঞাপন নেটওয়ার্কগুলি রয়েছে তা নিচে উল্লেখ করা হলো।

Instant Approval Ad Network For Small Publishers In 2022

  1. Propeller ad network
  2. a-ads ad network
  3. adsterra ad network

গুগলে গিয়ে এই ad network গুলির নাম লিখে সার্চ করলেই প্রথমেই পেয়ে যাবেন। বলে রাখা ভালো এই সকল ad network গুলি থেকে adsense এর মতই ইনকাম করা সম্ভব।

তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ইন্সট্যান্ট অ্যাপ্রোভাল ad network শেয়ার করতে যাচ্ছি। যে ad network টি শেয়ার করতে যাচ্ছি সেই ad network টির নাম হলোঃ squren ad network 


আমি জানি যে আপনারা হইতো এই বিজ্ঞাপন নেটওয়ার্কটির নাম কেউ কেউ প্রথমবার শুনছেন। এই বিজ্ঞাপন নেটওয়ার্কটির কাছে ৪ধরনের বিজ্ঞাপন আছে। তার মধ্যে ১নাম্বারে যেটি রয়েছে সেটিই সব থেকে সেরা। তাই এই বিজ্ঞাপনটি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। আমি প্রথমেই বলেছিলাম এই ad network টি একটি ইন্সট্যান্ট অ্যাপ্রোভাল ad network তাই শুধু এই ad network এ অ্যাকাউন্ট খুলে সাইট যুক্ত করে ভেরিফাই করলেই আপনি ads নিয়ে আপনারা ব্লগ বা ওয়েবসাইটে লাগিয়ে ইনকাম শুরু করতে পারবেন।

Ad Formats

  • Slider ad
  • Popup
  • VAST
  • Push Notifications

How To Get Fast Approval?

তো এই বিজ্ঞাপন নেটওয়ার্ক থেকে কিভাবে অ্যাপ্রোভাল নিবো? আমি প্রথমেই বলেছিলাম যে এটি একটি ইন্সট্যান্ট অ্যাপ্রোভাল বিজ্ঞাপন নেটওয়ার্ক a-ads বা adsterra এর মতো। আপনাদের শুধু মাএ গুগল এ গিয়ে সার্চ দিয়ে adnetwork টিতে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খুলার সময় আপনার ওয়েবসাইট লিংক অবশ্যই দিতে হবে। যেনো অটোমেটিক আপনার ওয়েবসাইট যুক্ত হয়ে যায়। এবং অ্যাকাউন্ট খুলার পরে আপনাকে ওয়েবসাইট section এ গিয়ে আপনার ওয়েবসাইট ভেরিফাই করতে হবে। ভেরিফাই করলেই আপনি আপনার ওয়েবসাইট এ ad লাগিয়ে ইনকাম শুরু করতে পারবেন। অ্যাপ্রোভাল পাওয়ার জন্য কোনো অপেক্ষা করতে হবে না।

How To Verify Website In Squren Ad Network?

ওয়েবসাইট section এ যাওয়ার পরে দেখতে পারবেন ওইখানে verify ownership নামে একটা লেখা আছে। ওইখান থেকে verify লেখায় ক্লিক করে ওয়েবসাইট ভেরিফাই করে নিবেন। 

ভেরিফাই সিস্টেম যদি বুঝতে অসুবিধা হয় নিচের লেখা গুলি ফলো করুনঃ আপনি verify ownership এ আসার পরে ৩টা অপশন দেখতে পারবেন


১. HTML File Upload

২. HTML Meta-Tag

৩. DNS TXT-record

তো আপনাকে ২য় নম্বর অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর একটি html ট্যাগ পেয়ে যাবেন অই ট্যাগটি ওয়েবসাইটের থিম এ গিয়ে Head এর নিছে পেস্ট করে দিয়ে verify এ ক্লিক করলেই আপনার ওয়েবসাইটি ভেরিফাই হয়ে যাবে।


How To Create ad In Squren Ad Network

ad create করার জন্য ওয়েবসাইট section এ যাওয়ার পরে আপনার যে ওয়েবসাইটি যুক্ত করেছেন অই ওয়েবসাইট তে এইরকম একটি + দেখতে পাবেন।


অই প্লাজ এর মধ্যে ক্লিক করে আপনার ad টাইপ সিলেক্ট করুন, আপনার create করা ad এর একটি নাম দিন, তারপর ad টি create করুন ad create করার পরে ad কোডটি পেয়ে যাবেন।


Minimum Payout On Squren Ad Network?

এই ad network টির মিনিমাম উতোলন ৫০$, এর নিচে এই Ad network থেকে উতোলন করা যাবে না।


Payment Method


  • PayPal
  • Paxum
  • Wire Transfer
  • Payoneer

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url