পানিতে ফোন পড়ে গেলে করণীয়

পানিতে ফোন পড়ে গেলে করণীয়

মোবাইল ফোন এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। সকালে ঘুম থেকে উঠে হাতে নেওয়ার পর প্রায় সারাদিনই হাতে থাকে মোবাইল নামের এই ডিভাইস টি। শুনতে কেমন লাগলে ও অনেকে বাথরুমে ও ফোন ব্যবহার করেন, অনেকেই গোসল এ ডুকে গান শুনতে শুনতে গোসল করেন। তবে অনেক সময় অসাবধানতা বশত ফোনটি পানিতে পড়ে গেলে বা গোসল এর সময় ভিজে গেলে কি করবেন বুঝে উঠতে পারেন নাহ। আজকের পোষ্ট এ জানবেন প্রিয় ফোনটি ভিজে গেলে বা পানিতে পড়ে গেলে কি করবেন।

🌀 পানিতে পড়ার পর ও যদি আপনার ফোন অন থাকে তাহলে তাড়াতারি অফ করে দিন।

🌀 পানিতে পড়া ফোন এ ওয়ারেন্টি কাজ করে নাহ। তাই ফোনের ওয়ারেন্টির সময় থাকলেও শুধু শুধু বিক্রেতার কাছে গিয়ে লাভ নেই। এ ফোনে আপনি ওয়ারেন্টি পাবেন নাহ।

🌀 অনেকেই চুলার পাশে রেখে বা হেয়ার ড্রায়ার দিয়ে ফোন শুকানোর চেষ্টা করেন যা ভুলেও করা উচিত নয় কারণ এতে ফোনের ভেতরে থাকা ইলেক্ট্রনিক পার্টস ক্ষতিগ্রস্ত হতে পারে।

🌀 প্রথমেই ফোনের ব্যাটারী খুলে নিবেন। তাতে শর্ট সার্কিট হওয়ার সম্ভবনা কমে যাবে। তাছাড়া পানি থেকে তুলেই সিম কার্ড, মেমরী খুলে নিবেন।


🌀 শুকনো কাপড় বা ভালো হয় টিস্যু পেপার দিয়ে ভালোভাবে ফোনটি মুছে ফেলুন। টিস্যু পেপার ভালো ভাবে পানি শোষন করতে পারে।

🌀 চাল হচ্ছে উত্তম শোষক! বাড়িতে থাকা চালের ড্রামের ভিতর ফোনটি রেখে নিন। ২৪ ঘন্টার মধ্যে চাল বেশীরভাগ পানি শুষে নেবে এতে ফোনের ভেতরে আর পানি থাকবে নাহ।

🌀 আপনি চাইলে চালের পরিবর্তে সিলিকা জেল ও ব্যবহার করতে পারেন। একটি এয়ার টাইট বক্সে সিলিকা জেল এ মধ্যে ফোনটি রেখে দিন।

🌀 আপনি চাইলে সূর্যের আলোতে ও রাখতে পারেন ফোনটি তবে এক্ষেত্রে ব্যাক কাভার, সিম,ব্যাটারী, মেমরী কার্ড ইত্যাদি খুলে নিবেন প্রথমে।

🌀 আপনার ফোনটির যদি ভিতরের কোনো পার্টস নষ্ট না হয়ে যায় তবে আশা করি উপরোক্ত  পদ্ধতিতে আপনি ফোনটি আবার অন করতে পারবেন।

🌀 উপরোক্ত উপায়গুলো কাজে লাগানোর পর ও যদি আপনার ফোনটি অন না হয় তবে নিকটস্থ সার্ভিস সেন্টারে আপনার ফোনটি নিয়ে যান। 


আর্টিকেল টি ভালো লাগলে একটি কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url