সকল সিমের নাম্বার জানার উপায় ২০২২


সকল সিমের নাম্বার জানার উপায় ২০২২

আমরা অনেকেই নানা প্রয়োজনে একের অধিক ফোন ব্যবহার করি। এমবির অফার,  বা কল রেট এ সুবিধার কারণে অনেকেই ২ থেকে ৩টা বা এর থেকে বেশী সিম ও ব্যবহার করে থাকেন। প্রত্যেক সিম এ ব্যালান্স দেখা,নাম্বার দেখা, মিনিট চেক করার জন্য আলাদা আলাদা বিভিন্ন কোড রয়েছে। এতো কোড আমাদের পক্ষে সবসময় মনে রাখা সহজ কাজ নয়। তবে আমাদের সবচেয়ে বেশী প্রয়োজন হয় যে কোডটির তা হচ্ছে সিম এর নাম্বার দেখার কোড। কারণ ২থেকে ৩ টা সিম থাকার কারণে আমরা সব সিমের নাম্বার মুখস্ত করিনা। যখন প্রয়োজন ব্যবহার করতে যাই তখনই কেবল নাম্বার জানার প্রয়োজন পড়ে। তাই এক্ষেত্রে আপনাদের সাহায্য করতে আজকে নিয়ে এসেছি সকল সিমের নাম্বার দেখার কোডগুলো নিয়ে। চলুন শুরু করা যাক।


🌀 গ্রামীনফোন(Grameenphone)  সিম থেকে আপনার নাম্বার জানতে ডায়াল করুন *2# ok.

🌀 বাংলালিংক(Banglalink) সিম থেকে আপনার নাম্বার জানতে ডায়াল করুন *511# ok. 

🌀 রবিতে (Robi)আপনার সিমের নাম্বারটি দেখতে ডায়াল করুন *140*2*4# ok.

🌀 এয়ারটেল(Airtel)সিম হলে, নাম্বার বের করার জন্য ডায়াল করুন *121*7*3# ok.

🌀 টেলিটক(Teletalk)  সিমে নাম্বার চেক করতো ডায়াল করুন *511# ok.

উপরে জনপ্রিয় ৫টি কোম্পানির সিম এর নাম্বার জানার কোড দেওয়া আছে। সিমের নাম্বার দেখতে কোন প্রকার চার্জ লাগবে না। আশা করি প্রয়োজনো আপনাদের কাজে লাগবে।পোষ্টটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন নাহ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url